পাবনায় পিয়াজ বীজের অগ্নিমূল্যে, দিশেহারা কৃষক
পাবনায় বিভিন্ন উপজেলায় পিয়াজের দামের প্রভাব পড়েছে পিয়াজের দানার (বীজে) বাজারেও। গত বছর যে পিয়াজের দানা (বীজ) ১২শত থেকে ১৫শত টাকা কেজি দরে বিক্রি হয়েছে সেই বীজ এবার বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকায়। একই সঙ্গে বেড়েছে পিয়াজের কন্ধ বা গোটার দামও। এ অবস্থায় পেঁয়াজের আবাদ করতে গিয়ে বিপাকে পড়েছেন এই এলাকার কৃষকেরা।