নতুন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন।
আইন মন্ত্রণালয় বৃহস্পতিবার এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এ এম আমিন উদ্দিন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন।
গত ২৭ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ায় রাষ্ট্রের প্রধান আইনজীবীর এই পদটি শূন্য হয়।