ঝালকাঠিতে ধর্ষকের প্রতিকী ফাঁসি
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে ধর্ষণ, নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদকারীদের ইয়ুথ অ্যাকশন সোসাইটি নামের একটি সংগঠন প্রতিকী ফাঁসির মঞ্চে ধর্ষকের ফাঁসি শেষে শরীরে আগুন ধরিয়ে দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, আইনজীবী আক্কাস সিকদার, সাংবাদিক শ্যামল সরকার, ঝালকাঠি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি ও ইয়ুথ অ্যাকশন সোসাইটির উপদেষ্টা ছবির হোসেন, সদস্য ইসরাত সুলতানা নিশি।
সমাবেশে বক্তারা সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবি জানান।