রণবীরের সিনেমার গানের ছন্দে নীতু কাপুর
মহাকাল ডেস্ক :
২০২০ সাল সারা বিশ্বের মতো বলিউডেরও তেমন ভালো যায়নি। একাধিক তারকাকে হারিয়েছে বি-টাউন। কাপুর পরিবার হারিছে ঋষি কাপুরকে।এবারে বোধহয় সেই দুঃখ ভুলে নতুন আনন্দোৎসবের প্রস্তুতি নিচ্ছেন কাপুড় পরিবার। নেটদুনিয়ার ভাইরাল হয়েছে নীতু কাপুরের ভিডিও। যেখানে ছেলে রণবীরের সিনেমার গানের ছন্দে নাচছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে জল্পনা।
ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজে প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওতে রণবীর অভিনীত ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ সিনেমার ‘ঘাঘরা’ গানের ছন্দে নাচতে দেখা যাচ্ছে নীতু কাপুরকে। তাকে নাচের স্টেপ শেখাচ্ছেন কোরিওগ্রাফার রাজেন্দ্র সিং। মুম্বাইয়ে রাজেন্দ্রর বেশী পরিচিত বিভিন্ন হেভিওয়েট বিয়ের আসরে সংগীত অনুষ্ঠানের নাচের কোরিওগ্রাফার হিসেবে।
নীতু কাপুরের ওই ভিডিও থেকেই অনেকে মনে করতে শুরু করেছেন, এবার বোধ হয় বলিউডের অন্যতম জুটির বিয়ের আসর বসতে চলেছে। তবে করোনা আবহের মধ্যে ‘বিগ ফ্যাট ওয়েডিং’ এর পরিবর্তে হয়তো ঘরোয়া আনুষ্ঠানের মাধ্যমেই সাতপাকে বাঁধা পড়বেন রণবীর-আলিয়া। যদিও দুই তারকার পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ভাট পরিবার এবং কাপুর পরিবারও এ বিষয়ে এখনো কিছু বলেন নাই।
লকডাউন উঠে যাওয়ার পর ব্রক্ষ্মাস্ত্রের শেষ পর্যায়ের শ্যুটিং শুরু করেন রণবীর-আলিয়া। চলতি বছরের শেষে ব্রক্ষ্মাস্ত্র এর মুক্তি পাওয়ার কথা। অন্যদিকে আলিয়াও সম্প্রতি শুরু করেছেন সঞ্জয় লীলা বনশালির সিনেমা গাঙ্গুবাই কাঠিওয়াড়ির শ্যুটিং।
প্রসঙ্গত, প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর মুক্তি পায় সড়ক টু। যদিও পরিচালক মহেশ ভাটের ওই সিনেমার ট্রেলার মুক্তির পর থেকেই ক্ষোভ উগরে দিতে শুরু করেন নেট জনতার একাংশ। ছবি মুক্তির পরও বজায় থাকে সেই ধারা। সড়ক টু নিয়ে মানুষের মনে আশা জাগলেও শেষ পর্যন্ত তা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে।