উল্লাপাড়ায় স্কুলশিক্ষিকার আত্মহত্যা
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সুইটি খান জিনিয়া (৩০) নামের এক স্কুলশিক্ষিকা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
রবিবার (১১ অক্টোবর) উল্লাপাড়ার সুইটি খান পৌর শহরের কলেজ পাড়া মহল্লার নিজ বাড়িতে ঘরের ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।
নিহত জিনিয়া মৃত আফছার আলীর মেয়ে ও সানফ্লাওয়ার স্কুলের শিক্ষিকা।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, স্কুল শিক্ষিকার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ উদ্ধার করেছে। বর্তমানে লাশ থানায় রাখা হয়েছে।
তিনি আরও বলেন, ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর বিষয় নিশ্চিত হওয়া যাবে।