হালদায় ফের মৃত ডলফিন
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে আবারও ভেসে উঠেছে মৃত ডলফিন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার আজিমের ঘাট এলাকায় মৃত ডলফিনটি ভেসে উঠে। পরে খবর পেয়ে জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে মৃত উদ্ধার করে নিয়ে যায়।
হালদা রিসার্স সেন্টারের পরিচালক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ডলফিনটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পান। পরে খবর দিলে জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষক বিভাগ মৃত ডলফিনটি উদ্ধার করে নিয়ে আসে।
তিনি আরও বলেন, দুই/তিন দিন আগে ডলফিনটি মারা যেতে পারে। এ নিয়ে এই পর্যন্ত ২৭টি ডলফিন মারা গেলো। ডলফিনটির দেহের মাঝ বরাবর এবং লেজের অংশে কাটা চিহ্ন আছে। ডলফিনটি মারা যাওয়ার কারণ এখনও জানা যায়নি।