এলপিএলে খেলবেন ইরফান পাঠান
ক্রীড়া ডেস্ক :
লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক পেসার ইরফান পাঠান। ক্যান্ডি টাস্কার্স-এর হয়ে খেলতে দেখা যাবে তাকে। এই দলে ক্রিস গেইল, কুশল পেরেরা, কুশল মেন্ডিসের মতো ক্রিকেটাররা রয়েছেন।
ইরফান পাঠান বলেছেন, ‘ক্যান্ডি দলের অংশ হতে পেরে আমি রোমাঞ্চিত। আমাদের দলে দারুণ কিছু নাম আছে। টুর্নামেন্টের অভিজ্ঞতা নেয়ার জন্য আমি মুখিয়ে আছি।’
১২০টি ওয়ানডে, ২৯টি টেস্ট ও ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে অবসর ঘোষণা করেছিলেন পাঠান।
২১ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে লঙ্কা প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টে ৫টি দল অংশ নেবে। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনার নামে দল ৫টির নামকরণ করা হয়েছে।
১৫ দিনের এই টুর্নামেন্টে মোট ২৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২১ নভেম্বর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলম্বো ও ডাম্বুলা। টুর্নামেন্টে খেলা হবে দুইটি ভেন্যুতে।