‘মাস্ট উইন’ ম্যাচে পাঞ্জাবের সংগ্রহ ১৫৩
ক্রীড়া ডেস্ক :
আইপিএলে রবিবার দিনের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান সংগ্রহ করেছে কিংস ইলেভেন পাঞ্জাব। লিগ পর্বে দুই দলেরই এটি শেষ ম্যাচ। চেন্নাইয়ের আগেই বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে, প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে পাঞ্জাবের জয়ের কোনো বিকল্প নেই।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এদিন পাঞ্জাব ব্যাট করতে নেমে দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারায়। ১৫ বলে ২৬ রান করে ফিরে যান ওপেনার মায়াঙ্ক আগারওয়াল। অপর ওপেনার লোকেশ রাহুল ফেরেন ২৯ রান করে।
গত ম্যাচে ৯৯ রান করা গেইল আজ সুবিধা করতে পারেননি। ওয়ানডাউনে নেমে ১৯ বলে ১২ রান করে আউট হন তিনি। অন্য সবাই ব্যর্থ হলেও দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন দীপক হুদা। ছয় নম্বরে নেমে ৩০ বলে ৩টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৬২ রান করে অপরাজিত থাকেন।
চেন্নাইয়ের পেসার লুঙ্গি এনগিদি ৪ ওভারে ৩৯ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। এছাড়া ইমরান তাহির ১টি, রবীন্দ্র জাদেজা ১টি ও শারদুল ঠাকুর ১টি করে উইকেট নেন।