রাজাপুরে ভ্রাম্যমাণ আদালতে ভূয়া চিকিৎসকের কারাদন্ড
ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে একজন ভূয়া চিকিৎসক উৎপল পাল (২৮) ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদ (৩৭) কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (১ নভেস্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পুটিয়াখালী মিরের হাট এলাকায় পুপুলার মেডিকেল হলে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাদের এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত উৎপল পাল বাগেরহাট সদর উপজেলার খালপুর গ্রামের পরিতোষ পালের পুত্র ও তার সহযোগী মো. জুয়েল আহম্মেদ বড়গুনা সদর উপজেলার নলিমাইঠা গ্রামের মো. আমির হোসেনের পুত্র।
জানাগেছে, উৎপল পাল ডাক্তার না হয়েও প্যাডে ডাক্তার লিখে মানুষকে ভূল বুঝিয়ে দীর্ঘদিন থেকে পুটিয়াখালী মিরেরহাট এলাকার সাধারন মানুষকে চোখের চিকিৎসা দিয়ে আসছিলেন। আর এ কাজে জুয়েল আহম্মেদ তাকে সহযোগীতা করে আসছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোঃ সোহাগ হাওলাদার বলেন, ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যক্তিকে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।