পাটগ্রামে বিষাক্ত সাপের কামড়ে নারীর মৃত্যু
লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় মিজার কোর্ট এলাকায় বিষাক্ত সাপের কামড়ে তছিরন নেছা (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) ভোরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে সোমবার রাতে মিজার কোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তছিরন নেছা (৪৫) পাটগ্রাম পৌরসভার ৮ নং মিজার কোর্ট এলাকায় ডাহা হাটি এলাকার তছলিম হোসেনের স্ত্রী।
নিহতের বড় ছেলে বাবলু মিয়া বলেন, ‘ভোরে রমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মায়ের মৃত্যু হয়। মায়ের মরদেহ নিয়ে রংপুর থেকে বাড়ি ফিরছি।’
এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় মেয়ের বাড়ি থেকে পায়ে হেঁটে নিজ বাড়ি ফেরার পথে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। তৎক্ষণিক তাকে স্থানীয় ওঝার নিকট নিয়ে যাওয়া হয়। এরপর পাটগ্রাম স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে সেখানে অবস্থার অবনতি হলে তাকে রমেক হাসপাতালে ভর্তি করানো হয়।