বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবলে ফের চ্যাম্পিয়ন পুলিশ
ক্রীড়া প্রতিবেদক :
‘বঙ্গবন্ধু ফেডারেশন কাপ হ্যান্ডবল’ টুর্নামেন্টে দ্বিতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যবস্থাপনা ও ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আয়োজিত টুর্নামেন্টটি বুধবার (৪ নভেম্বর) শেষ হয়।
শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে চূড়ান্ত খেলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে ৩১-২৬ গোলে হারায় পুলিশ।
তবে প্রধমার্ধ্বে পুলিশের বিপক্ষে আনসার বাহিনী সমানতালে লড়েছে। এ সময় খেলা ১৪-১৪ গোলে সমতায় ছিল। খেলায় পুলিশ দলের সোহাগ হোসেন সর্বোচ্চ ১৪ গোল করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে এগারটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওরিয়েন্ট ফুড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহাবুব-উজ-জামান।
রোল অব অনার
সাল চ্যাম্পিয়ন রানার্স আপ
১৯৮৮ বাংলাদেশ আনসার ব্রাদার্স ইউনিয়ন
২০০২ বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ পুলিশ
২০০৩ বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ পুলিশ
২০০৫ বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ পুলিশ
২০২০ বাংলাদেশ পুলিশ বাংলাদেশ আনসার