রাজধানীতে মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তার ৬১
মহাকাল প্রতিবেদক :
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে পরিচালনা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। অভিযানে মাদকদ্রব্যসহ ৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৩ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার ও মাদকদ্রব্য উদ্ধার করে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, অভিযানে সাত হাজার ১৮৫ পিস ইয়াবা, ৭২ গ্রাম হেরোইন, ২০ কেজি ৭৩০ গ্রাম গাঁজা, দুই বোতল ফেনসিডিল ও ৬০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৩টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।