রংপুরে প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় যুবকের যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি :
রংপুরের বদরগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে মোসফেকুর রহমান (৩৪) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ধর্ষণের শিকার ওই ভুক্তভোগীকে এক লাখ টাকা প্রদানের আদেশ দিয়েছেন বিচারক।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায়ও আদেশ দেন। এছাড়াও জোরপূর্বক গর্ভপাত ঘটানোর দায়ে আরও দশ বছর কারাদণ্ড দেয়া হয়। রায় ঘোষণার সময় অভিযুক্ত ধর্ষক মোসফেকুর আদালতে অনুপস্থিত ছিলো।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, জেলার বদরগঞ্জের জামুবাড়ী গ্রামের দশম শ্রেণির (১৬) এক ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে মোসফেকুর রহমান (২৪)। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ২০১০ সালের ৫ ফেব্রুয়ারি এবং পরে একাধিকবার মেয়েটিকে ধর্ষণ করেন মোসফেকুর। এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে সে মোসফেকুর রহমানকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু মোসফেকুর বিয়েতে অস্বীকৃতি জানায় এবং জোরপূর্বক মেয়েটির গর্ভপাত ঘটায়।এ ঘটনায় মেয়েটির বড় ভাই বাদী হয়ে ২০১০ সকালে ২২ মে মোসফেকুরকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ ১০ বছর মামলার বিচারকার্য চলার পর গতকাল বুধবার রায় ঘোষণা করেন বিচারক।
মামলার রাস্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর পাবলিক প্রসিকিউটর (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন বলেন, জামিনে থাকা অবস্থায় অভিযুক্ত আসামি আদালতে হাজিরা দিয়েছিলেন। তবে রায় ঘোষণার দিনে তিনি পলাতক থাকায় তার অনুপস্থিতিতে বিচারক এ দণ্ডাদেশ দেন। আমরা এ রায়ে সন্তুষ্ট।