উল্লাপাড়ায় তিন বছরের শিশু ‘ধর্ষণের চেষ্টা’
উল্লাপাড়া প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তিন বছর বয়সের শিশু কন্যাকে এক ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামে এ ঘটনাটি ঘটে। অভিযুক্ত সুজন (১৬) হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
নির্যাতনের শিকার শিশুটির পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে কৌশলে ওই শিশুটিকে ফুসলিয়ে পাশের ধান ক্ষেতে নিয়ে যায়। শিশু কন্যাকে বাড়িতে না পেয়ে তার মা ও ভাই আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ধানক্ষেতের দিকে এগিয়ে গেলে শিশুটির চিৎকার শুনতে পায় তার মা ও ভাই। ঘটনাস্থলে পৌঁছার আগেই টের পেয়ে সুজন পালিয়ে যায়।
নির্যাতিত শিশুটির মা ঘটনাটি গ্রাম্য মাতব্বরদের জানালে তারা বলেন, ধর্ষক সুজনের মা দুর্দান্ত দাঙ্গাবাজ মহিলা, তাকে দেখে সবাই ভয় পায়।
এ কারণে গ্রাম্য মাতব্বররা নির্যাতিত শিশুটির মাকে আইনগত ব্যবস্থা নিতে বলেন।
শিশুটির মা বাদী হয়ে সুজনকে অভিযুক্ত করে ওই দিন সন্ধ্যায় সলঙ্গা থানায় অভিযোগ করেন। এরপর সলঙ্গা থানার এসআই আব্দুল লতিফ
ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে এসআই আব্দুল লতিফের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।