চাটখিলে ১৬০০ পরিবারের মাঝে বয়স্ক ও বিধবা ভাতার বই বিতরণ
নোয়াখালী প্রতিনিধি :
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নোয়াখালীর চাটখিলে ১৬০০ পরিবারের মাঝে বয়স্ক ও বিধবা ভাতার বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৭০০ বয়স্ক ও বিধবার মাঝে ভাতা প্রদান বই বিতরণ অনুষ্ঠিত হয়। ২০১৯-২০২০ অর্থ বছরের একসঙ্গে ছয় হাজার টাকা এবং প্রতিমাসে ৫০০ টাকা করে এ ভাতা পাবে।
চাটখিল পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভার মেয়র মোহাম্মদ উল্যাহ পাটোয়ারী। জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগ এর যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন প্রমুখ।
চাটখিল ও সোনাইমুড়ী উপজেলায় ১৬০০ বয়স্ক ও বিধবার ভাতার অতিরিক্ত বিশেষ কোটা মন্ত্রী ও সচিব বরাবর আবেদন করে বরাদ্দ আনেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। দ্বিতীয় ধাপে সোনাইমুড়ী উপজেলায় ৯০০ বয়স্ক ও বিধবার মাঝে ভাতা বিতরণ করা হবে।