ছেলের আঘাতে মায়ের মৃত্যু
ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের মুক্তাগাছায় মানসিক ভারসাম্যহীন ছেলের পাথরের আঘাতে তার মায়ের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার তারাটি ইউনিয়নের মৈশাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মৈশাদিয়া গ্রামের সিরাজুল ইসলামের বড় ছেলে গোলাম মোস্তফা (৩২) দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। তাকে সবসময় লোহার শিকল দিয়ে বাড়ির একটি খোলা ঘরে বেঁধে রাখা হতো।
শুক্রবার সকালে মোস্তফার মা মনোয়ারা বেগম (৪৫) ঘরে বসে ছিলেন। এ সময় কৌশলে মোস্তফা লোহার শিকল খুলে ঘরে থাকা ওজন মাপার পাথর দিয়ে মা মনোয়ারা বেগমের মাথার পেছনে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। উপর্যপুরী মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মনোয়ারা বেগমের মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছেলেকে খোলা একটি ঘরে খালি গায়ে বেঁধে রাখায় সে সারা রাত শীতে কাঁপছিল। এ ছাড়া গত রাতে তাকে রাতের খাবার দেওয়া হয়নি। এই ক্রোধ থেকেই সে হত্যাকাণ্ডটি ঘটাতে পারে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।