সাংসদ শহীদুজ্জামান সরকার দ্বিতীয়বার করোনা আক্রান্ত
মহাকাল প্রতিবেদক :
একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেরে ওঠার পর আবার ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার।
শনিবার তার করোনা পজিটিভ এসেছে। মুজিববর্ষ উপলক্ষে সংসদের বিশেষ অধিবেশনে যোগ দিতে করোনা টেস্ট করাতে গিয়ে তার শরীরে আবার ভাইরাসটি শনাক্ত হয়।
সাংসদ শহীদুজ্জামান বলেন, একটু জ্বর হওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। দুইবার পরীক্ষা করিয়ে দেখলাম রিপোর্ট পজিটিভি।
এর আগে গত এপ্রিলের শেষে প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হন শহীদুজ্জামান সরকার। জ্বর ও কাঁশি ছাড়া অন্য কোনো উপসর্গ না থাকায় বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
এদিকে সংসদ সচিবালয় মেডিকেল সেন্টার সূত্রে জানা গেছে, আরও পাঁচজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার, সংরক্ষিত মহিলা আসনের নাদিরা ইয়াসমিন জলি ও তাহমিনা বেগম, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম, পাবনা-৪ আসনের নুরুজ্জামান বিশ্বাস।