বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের তালিকাভুক্তির দাবিতে মানববন্ধন
পাবনা প্রতিনিধি :
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের তালিকাভুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন
বাংলাদেশ বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের অনতিবিলম্বে অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্তির দাবিতে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডস্থ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। রেজাউল করিম রানার সভাপতিত্বে ও ফাহাদ বিন সজিবের পরিচালনায় বক্তব্য দেন জাহিদুল ইসলাম, রাশেদ মৃধা, শাকিল হোসেন, জিয়াউল হক বাবু, আতাউর রহমান, খাইরুল নাহার কথা, শামছুল জামান কথা, আশরাফুল হক, আশারাফুল ইসলাম, হাফিজুর রহমান, আতাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।
এ সময় মানববন্ধনকারীরা বলেন, ২০১৭-২০২০ সালে সারা বাংলাদেশ থেকে যারা বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই করোনাকালীন মহামারির সময় মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশ বার কাউন্সিল ও আইন মন্ত্রণালয়ের মাধ্যমে একটি গেজেট প্রকাশ করে আইন পেশার সনদের দাবি জানান।