ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্প
মহাকাল ডেস্ক :
ইরানের প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর ইচ্ছার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতার হস্তান্তরের দুই মাস আগে ট্রাম্পের এমন পরিকল্পনার কথা একাধিক মার্কিন মিডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, ইরানের হামলা করার কোন সুযোগ আছে কিনা এনিয়ে গত বৃহস্পতিবার ওভাল অফিসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন ট্রাম্প। তবে শেষমেশ ট্রাম্পের সেই পরিকল্পনা আর সফল হয় নি।
জানা যায়, বৈঠকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টোফার মিলার ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল মার্ক মিলি।
বৈঠকে ইরানে হামলা চালালে ব্যাপক সংঘর্ষের বাঁধতে পারে এমন বিবেচনায় ট্রাম্পকে হামলার পরিকল্পনায় অগ্রসর না হওয়ার পরামর্শ দেওয়া হয়।
তবে এই বিষয়ে হোয়াইট হাউসে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি। গ্লোবাল নিউজ