এবার করোনা পজিটিভ হলেন লুইস সুয়ারেজ
মহাকাল ডেস্ক :
প্রাণঘাতী ভাইরাসের কবলে পড়ছেন একের পর এক তারকা ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদো , নেইমার, কিলিয়ান এমবাপ্পে, জ্লাতান ইব্রাহিমোভিচ, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, পাওলো দিবালাদের নামের পাশে যোগ হলো উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের নামও। ফলে ব্রাজিলের সঙ্গে আগামীকালের ম্যাচটা তো খেলতে পারবেনই না, খেলা হবে না সামনের শনিবার বার্সার বিপক্ষে লা লিগার ম্যাচও।
গত শুক্রবারই কলম্বিয়ার বিপক্ষে ৩-০ গোলের উরুগুয়ের জয়ে মাঠে ছিলেন সুয়ারেজ। এরপরের দিনই উরুগুয়ের ডিফেন্ডার মাতিয়াস ভিনার করোনা পজিটিভ হওয়ার খবর আসে। পরে দলের সবাইকে আবার পরীক্ষা করা হয়, সেখানে সুয়ারেজ ছাড়াও গোলরক্ষক রদ্রিগো মুনোজ ও আরও একজন স্টাফের পজিটিভ আসে। এরপরেই তারা চলে গেছেন আইসোলেশনে, কাল মাঠে নামা হচ্ছে না কারও।
ব্রাজিল ও বার্সার বিপক্ষে ম্যাচ দুইটি তো আছেই, সুয়ারেজ মিস করবেন সামনের সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে মস্কোর বিপক্ষে ম্যাচেও। সংশয় আছে ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচ নিয়েও। সুয়ারেজের অনুপস্থিতি ভালোই টের পাওয়ার কথা আতলেতিকোর। ন্যু ক্যাম্প ছেড়ে দিয়েগো সিমিওনের দলে যোগ দেওয়ার পর লা লিগায় ছয় ম্যাচ খেলে ৫টি গোল করেছেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।