করোনায় আক্রান্ত সুয়ারেজ
মহাকাল ডেস্ক :
করোনার দাপটে নাজেহাল টিম উরুগুয়ে। অন্যতম সেরা তারকা লুইস সুয়ারেজ এবং গোলকিপার রদ্রিগো মুনজ করোনা আক্রান্ত। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্রাজিলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না তাদের।
উরুগুয়ের দুই ফুটবলার ছাড়াও করোনা আক্রান্ত দলের সাপোর্ট স্টাফ মাতিয়াস ফারাল। মঙ্গলবার ব্রাজিলের বিরুদ্ধে নিজেদের মাঠে খেলা ছিল উরুগুয়ের। সেই ম্যাচে দলের অন্যতম সেরা স্ট্রাইকারকে পাবে না দুই বারের বিশ্বজয়ী দল।
শুধু সুয়ারেজ বা মুনজ নয়, এর আগে উরুগুয়ে দলে করোনা আক্রান্ত হয়েছিলেন ডিফেন্ডার মাতিয়াস ভিনা। ব্রাজিলের বিরুদ্ধে তাকেও পাবে না উরুগুয়ে।
সুয়ারেজ শুধু যে ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারবেন না তাই নয়, অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার লা লিগাতে তার পুরনো দল বার্সেলোনার বিরুদ্ধেও নামতে পারবেন না।
জাতীয় দলের হয়ে ৬৩টি গোল করা সুয়ারেজের অভাব যে উরুগুয়ের কাছে বড় হয়ে উঠবে তা বলাই যায়। তার মধ্যে প্রতিপক্ষ যখন ব্রাজিল তখন লড়াইটা আরও একটু কঠিন। যদিও চোটের জন্য ব্রাজিল দলেও নেই নেইমার-সহ একাধিক ফুটবলার।