বেলজিয়াম বিএনপির সভাপতি আর নেই
বেলজিয়াম প্রতিনিধি :
ইউরোপ প্রবাসীদের কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বেলজিয়াম শাখার সভাপতি আহমেদ সাজা। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা প্রবাস রাজনৈতিক অঙ্গণে। তার বাড়ি সিলেটের কুমারপাড়ায়ও নেমেছে শোকের মাতম।
প্রবাসীরা বলছেন, প্রবাস রাজনৈতিকদের জন্য তিনি বড় একজন অনুপ্রেরণা ছিলেন। তার অভাব পূর্ণ হবার নয়।
করোনায় আক্রান্ত হয়ে আহমেদ সাজা (৫৩) শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে বেলজিয়ামের আলেস্ট হাসপাতালে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী আত্মীয়স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, আহমেদ সাজা করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকদিন ধরে বেলজিয়ামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।