ঘর সাজানোয় ওস্তাদ শাহরুখ-পত্নী গৌরী
বিনোদন ডেস্ক | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০, ১০:০২|
ভারতের ফ্যাশন অঙ্গনে জুড়ি নেই শাহরুখ-পত্নী গৌরী খানের। র্যাম্প কিংবা মডেল হয়ে ওঠে ইতোমধ্যেই প্রশংসিত হয়েছেন গৌরী। এমনকি ঘর সাজানোতেও যে ওস্তাদ তিনি। নিজের বাড়ি ‘মান্নত’ কিংবা বলিউড সেলেবদের তাক লাগানো বাংলো বা ফ্ল্যাট, যা শুধু মুম্বাইয়েই নয়; গোটা দেশের নজর কেড়ে নেয়। রণবীর কাপুরের ফ্ল্যাট কিংবা আলিয়া ভাটের নতুন বাসস্থান।
বলিউডের অন্যতম ফ্যাশন ডিজাইনার গৌরী খান যেন তার হাতের নিপুণ ছোঁয়ায় অন্যরকম লুক দেন সেলেবদের অন্দরমহলকে। করণ জোহরের রুফ টপ গার্ডেন হোক কিংবা তার সন্তানদের নার্সারি ও কিডস হাউস গৌরী খান নিজের মতো করে সাজিয়ে তুলেছেন। অন্যদিকে জ্যাকলিন ফার্নান্দেজও তার নতুন বাড়ি গৌরীর হাতে তুলে দিয়েছেন সাজিয়ে দেয়ার জন্য।
রণবীর কাপুরের জুহুল ব্যাচেলর প্যাডও সাজিয়ে তুলেছেন শাহরুখ-পত্নী। সবকিছু মিলিয়ে তারকাদের বাড়ি-ঘর, গৌরীর হাতের ছোঁয়ায় হয়েছে রঙিন ও আকর্ষণীয়।