ধর্ষণের সাত বছর পর প্রেমিক গ্রেপ্তার
রংপুর প্রতিনিধি |১৬ ডিসেম্বর, ২০২০, ১৬: ৪০ |
রংপুরে ধর্ষণের পর স্কুলছাত্রীকে হত্যার সাত বছর পর ওই স্কুলছাত্রীর সাবেক প্রেমিককে গ্রেপ্তার করেছে সিআইডি।
বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে রংপুর সিআইডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস।
তিনি জানান, ২০১৪ সালের ৭ মার্চ রংপুরের পীরগঞ্জের জয়পুর গ্রামের নিজ বাড়ি থেকে নবম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের লাশ উদ্ধার হয়। পরে ময়নাতদন্তে জানা যায় ফাতেমা অন্তঃসত্ত্বা ছিলো এবং তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ফাতেমার পরিবার পীরগঞ্জ থানায় প্রথমে ইউডি এবং পরে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করে।
থানা পুলিশ এ ঘটনার কোনো সমাধান করতে না পারলে মামলার তদন্তভার নেয় সিআইডি।
অবশেষে সাত জন তদন্তকারী কর্মকর্তা পরিবর্তনের পর মামলার অষ্টম তদন্তকারী কর্মকর্তা সিআইডির এসআই আহসান ভিকটিমের চৌদ্দজন আত্মীয় স্বজনের ডিএনএ পরীক্ষা করে ফাতেমার ভ্রূণের সঙ্গে তার চাচাতো ভাই হাসানুর রহমান শিপনের ডিএনএ মিলে যায়। গ্রেপ্তারের পর ফাতেমাকে ধর্ষণের পর হত্যার বিষয়টি সিআইডির কাছে স্বীকার করেন শিপন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলেও দাবি তার।