পৗরসভার প্রথম ধাপের ভোটে সাধারণ ছুটি থাকছে না
মহাকাল প্রতিবেদক | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০, ০৯:৩৯|
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য প্রথম ধাপের ২৫টি পৌরসভার সাধারণ নির্বাচনে কোন সাধারণ ছুটি থাকছে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন ইসি। তবে নির্বাচনী এলাকাধীন যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থাপনা ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার বা নির্বাচনী কার্যক্রমের জন্য নির্ধারিত রয়েছে, সেগুলো বন্ধ থাকবে। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তফসিল অনুযায়ী, পৌরসভার সাধারণ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ১ ডিসেম্বর, বাছাই হয়েছে ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর। প্রথম ধাপে যে ২৫টি পৌরসভায় ভোট নেয়া হবে সেগুলো হচ্ছে- পঞ্চগড়, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, দিনাজপুরের ফুলবাড়ী, রংপুরের বদরগঞ্জ, কুড়িগ্রাম, রাজশাহীর পুঠিয়া ও কাটাখালী, সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার চাটমোহর, কুষ্টিয়ার খোকসা, চুয়াডাঙ্গা, খুলনার চালনা, বরগুনার বেতাগী, পটুয়াখালীর কুয়াকাটা, বরিশালের উজিরপুর ও বাকেরগঞ্জ, ময়মনসিংহের গফরগাঁও, নেত্রকোনার মদন, মানিকগঞ্জ, ঢাকার ধামরাই, গাজীপুরের শ্রীপুর, সুনামগঞ্জের দিরাই, মৌলভীবাজারের বড়লেখা, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ও চট্টগ্রামের সীতাকুন্ড।