ভোলায় মারা গেলেন জিনের বাদশা
ভোলা প্রতিনিধি | প্রকাশিত : ১৬ ডিসেম্বর ২০২০, ০১:০৫|
ভোলার বোরহানউদ্দিনে আলোচিত জিনের বাদশার গডফাদার আজাদ হাওলাদার।
সোমবার (১৪ ডিসেম্বর) ভোলার কুঞ্জেরহাটে নিজ ব্যবসা কেন্দ্রের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।
আজাদ হাওলাদারের বিরুদ্ধে জিনের বাদশা সেজে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ ছিল।
বোরহানউদ্দিন থানার ওসি মাজহারুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট বাজারে বাবার নামে গড়ে তোলা তিন তলাবিশিষ্ট বজলু হাওলাদার সুপার মার্কেটের মালিক ছিলেন আজাদ। সকালে ওই ভবনের ছাদের কার্নিশে পা রাখতে গিয়ে পিছলে পড়ে যান তিনি। আহত অবস্থায় ভোলা হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।