এক আসরে বিয়ের পিঁড়িতে মা-মেয়ে!
মহাকাল ডেস্ক | প্রকাশিত : ১৮ ডিসেম্বর ২০২০, ১০:২১ |
ভারতের উত্তর প্রদেশে তোলপাড় ‘লাভ জিহাদ’ নাম নিয়ে চলছে মুসলিম ও হিন্দুদের বিবাহ রোধের জিহাদ। তবে যোগীর রাজ্য আইনের মাধ্যমে ভিনধর্মে বিয়ে ঠেকিয়ে যে শুধু ‘জিহাদ’ করছে তা কিন্তু নয়! বিতর্কিত জিহাদেই পাশাপাশি সেখানেও আছে ভালোবাসা! সেটার জ্বলন্ত একটা প্রমাণ দিলেন একসাথে একই বিয়ের পিঁড়িতে মেয়ে ও মায়ের বিয়ে হবার মাধ্যমে। যদিও তারা ভিন্ন ধর্মাবলম্বীর নয়!
দেশটির উত্তর প্রদেশের গোরখপুর নামের এলাকায় এক গণবিবাহে মেয়ে ইন্দু-রাহুলের বিয়ের দিনেই মেয়ের কাকার সাথে গাঁটছাট বাঁধলেন মা বেলি দেবী।
বেলি দেবী ২৫ বছর আগে স্বামী হরিহরকে হারিয়েছিলেন। তবে ৫৩ বছর বয়সে এসে দেবর জগদীশকে (৫৫) বিয়ে করলেন তিনি।
বেলিদেবী বলেন, ‘আমার দুই ছেলে, দুই মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছে। এবার ছোট মেয়ের হয়ে গেল। তাই আমি দেওরকে বিয়ের সিদ্ধান্ত নিলাম। ওরা খুব খুশি।’
মা বেলি দেবীর বিয়েতে খুশি তার মেয়ে ইন্দুও। তিনি জানান, ‘এতদিন মা আর কাকা আমাদের দেখাশোনা করেছেন। এবার ওরা পরস্পরের দেখাশোনা করবেন।’