বিরামপুরে নৌকার মাঝি আক্কাস, ধানের শীষে হুমায়ন কবির
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি | প্রকাশিত : ১৯ ডিসেম্বর ২০২০, ১০:৩৩ |
দিনাজপুরের বিরামপুর পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদে নৌকা মার্কার মনোনয়ন পেয়েছেন সাবেক মেয়র অধ্যাপক আক্কাস আলী। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধানের শীষ মার্কার মনোনয়ন পেয়েছেন হুমায়ন কবির।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুর কাদের ও বিএনপি’র কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুই দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মেয়র পদে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন। দুই দলের মনোনীত মেয়র প্রার্থীরা মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিরামপুর পৌর সভার সাবেক মেয়র আক্কাস আলী বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক পৌর মেয়র। এছাড়া হাকিমপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।
হুমায়ন কবির এবারই প্রথম নির্বাচন করছেন। তিনি বিরামপুর পৌর বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন।